আমাদের কথা=


কথাসহিত্য কেন্দ্র’র বুলেটিন- ‘মানব’ নানা কারণেই নিয়মিত করা
যায়নি। এপ্রিল-জুন ২০২৪ বুলেটিনও দেরীতে হল। চেষ্টা থাকবে
পরবর্তী বুলেটিন যাতে যথাসময়ে হয়।
গল্প, স্মৃতিগদ্য, ভ্রমণকথা ছাড়াও এসব সংক্রান্ত গ্রন্থের
এবং কথাসাহিত্যিকদের সম্পর্কে আলোচনা-স্মরণ এবং ‘মানব’-এর

লেখার পাঠ-প্রতিক্রিয়া আপনারাও পাঠাতে পারেন।
কথাসাহিত্য কেন্দ্র’র ২০০৮-এ প্রকাশিত ‘মুক্তিযুদ্ধের গল্প’র
পরিমার্জিত সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছেে। গল্প পাঠাতে পারেন ১,৫০০
থেকে ২,০০০ শব্দের মধ্যে।
সৃজনে-আনন্দে থাকুন। ভালো থাকুন।কথাসাহিত্য কেন্দ্রের সাথে থাকুন।


পূর্ণ ঠিকানাসহ নিচের ই-মেইলে লেখা পাঠাতে পারেন।

info@manabksk.com