আমাদের সম্পর্কে-
কথাসাহিত্য-চর্চা বিস্তৃত ও বেগবান হোক
‘কথা্সাহিত্য কেন্দ্র’ চায় কথাসাহিত্য-চর্চা বিস্তৃত ও বেগবান হোক। মূলধারার কথাসাহিত্য গ্রন্থাদির প্রকাশ-আলোচনা ও পঠন-পাঠন বৃদ্ধি পাক। এসব ক্ষেত্রে কথাসাহিত্য কেন্দ্র যতটা সম্ভব সহায়ক ভূমিকা পালন করতে চায়।
কথাসাহিত্য কেন্দ্র গল্প-পাঠের ঘরোয়া আসরের অনিয়মিত আয়োজন ২০০৪ সাল থেকে শুরু করলেও আনুষ্ঠানিক যাত্রা শুরু করে জাতীয় প্রেসক্লাবের সেমিনার কক্ষে ‘মুক্তিযুদ্ধের গল্প-পাঠ’ অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০০৬ সালের ২৪ মার্চ সন্ধ্যায়।মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা জাতির জীবনে শ্রেষ্ঠ অর্জন। জাতির গৌরবকাল একাত্তরে বাঙালির যে আত্মত্যাগ, তার গৌরবগাঁথা রচনা কোনদিন শেষ হবে না।
মানবীয় আধুনিকতায় বিশ্বাসী কথাসাহিত্য কেন্দ্র বাস্তব সাহিত্যিক অভিজ্ঞতানির্ভর জীবনবাদী-দায়িত্বশীল কথাসাহিত্য-চর্চায় আধুনিক শিল্প-চেতনাগত প্রয়োগশৈলীর ব্যবহারকে গুরুত্ব দিতে চায়।
নবীন-প্রবীণ যারা নিয়মিত কথাসাহিত্য চর্চা করেন, তাদের অংশগ্রহণ বৃদ্ধির জন্যেই কথাসাহিত্য কেন্দ্রের এই বুলেটিন- ‘মানব’ প্রকাশ।
সম্পাদক :
ইউসুফ শরীফ
সম্পাদনা পরিষদ সদস্য :
আবদুল মাজেদ
রুহুল গনি জ্যোতি
মাহমুদা আকতার
অনলাইন সম্পাদনা :
রাজিবুল আনাম